বিজ্ঞাপন

কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

July 12, 2024 | 7:31 pm

ইবি করেসপন্ডেন্ট

ইবি: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বুকে কালো ব্যাচ ধারণ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে চারটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসের বটতলা চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বিভিন্ন ক্যাম্পাসের আন্দোলনরত শিক্ষার্থীদেরর ওপর পুলিশি বাধা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।।

এসময় ‘ভাইয়ের বুকে বুলেট কেন, প্রশাসন জবাব চাই’, ‘হামলা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘ভুয়া প্রশাসন, ভুয়া ভুয়া’, ‘এক দফা, এক দাবি’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষার্থীদের হামলা-মামলা দিয়ে আটকে রাখা যায় না। শিক্ষার্থীরা একবার ক্ষিপ্ত হলে কী হতে পারে তা সবাই জানে। আমরা খিচুরির প্যাকেট, সিঙ্গারা ও সেভেন-আপ দিয়ে সংগ্রামে আনিনি। সবাই স্বতঃস্ফূর্ত ভাবেই সাড়া দিয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ভাইদের রক্ত ঝড়িয়েছে। পুলিশ দিয়ে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। হামলার পরে শিক্ষার্থীদের উপস্থিতি আরো বেড়েছে। আমরা সাহায্য চাইতে আসিনি, অধিকার আদায় করতে এসেছি।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘আমাদের দাবি সরকারের কাছে, নির্বাহী বিভাগের কাছে। যতদিন দাবি মানা হবে না ততদিন রাজপথ ছাড়বো না। আপনারা যারা জনদুর্ভোগের কথা বলছেন, বিভিন্ন ট্যাগ দিচ্ছেন। আমরা স্পষ্ট বলতে চাই, এই জনদুর্ভোগের দায় সরকারের। কোটা বৈষম্যের কারণে কারণে অনেকেই দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। দেশ একে একে মেধাশূন্য হচ্ছে। মেধাশূন্য রাষ্ট কখনো শক্তভাবে দাঁড়াতে পারে না।’

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন