বিজ্ঞাপন

সাজেকে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ

July 13, 2024 | 6:36 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করে ইউপিডিএফ।

বিজ্ঞাপন

ইউপিডিএফের রাঙ্গামাটি জেলা সংগঠক সচল চাকমা বিবৃতিতে বলেন, ‘শনিবার বিকাল ৩টা ১০ মিনিটের সময় জেএসএস সন্তু গ্রুপের অভিযান ও বিফোর্স চাকমার নেতৃত্বে ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী সাজেক ইউনিয়নের মাচলং ব্রিজপাড়ায় হানা দিয়ে সেখানে সাংগঠনিক কাজে থাকা ইউপিডিএফ কর্মী মন্টু চাকমার ওপর সশস্ত্র হামলায় চালায়। এতে মন্টু চাকমা পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন।’

ইউপিডিএফ জানিয়েছে, গুলিতে আহত মন্টু চাকমা (৫৫) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া রুখচন্দ্র কার্বারি পাড়ার বাসিন্দা। মন্টু চাকমার পিতার নাম মৃত হেঙগি ধন চাকমা।

বিবৃতিতে ইউপিডিএফ নেতা সচল চাকমা হামলার ঘটনাকে ‘ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত’ আখ্যায়িত করে বলেন, ‘ইউপিডিএফের নেতৃত্বে চলমান সিএইচটি রেগুলেশন রক্ষার আন্দোলন নস্যাৎ করে দেয়ার লক্ষ্যে সন্তু গ্রুপ এই হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। যদিও জেএসএসের বিরুদ্ধে হামলার অভিযোগ প্রসঙ্গে দলটির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ বলেন, ‘সাজেকে গোলাগুলির খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন