বিজ্ঞাপন

বিশ্বকাপের কারণে জাতীয় ক্রিকেট লিগ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে

July 13, 2024 | 9:56 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়বে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশ। এদিকে, বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে বিশ্বকাপের আগে শুরু হতে যাওয়া মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ ৫০ ওভারের বদলে অনুষ্ঠিত হবে ২০ ওভারে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেট বিভাগের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘আমাদের মেয়েদের প্রস্তুতিতে টুর্নামেন্টটা সাহায্য করবে। বিশ্বকাপের আগে মেয়েরা খেলার মধ্যে থাকার সুযোগও পাবে। আর বিশ্বকাপ যেহেতু টি-টোয়েন্টি সংস্করণে, তাই জাতীয় লিগটাও ২০ ওভারে করার সিদ্ধান্ত নেওয়া।’

এবারের জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে ১০ আগস্ট, চলবে ২২ আগস্ট পর্যন্ত। বিশ্বকাপের আগে নারী ক্রিকেটারদের ক্রিকেটের মধ্যেই রাখতে চায় বিসিবি। ফলে জাতীয় লিগ শেষে বাংলাদেশ ‘এ’ দলকে শ্রীলংকা সফরে পাঠানোর চেষ্টাও করা হচ্ছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

এই মুহূর্তে এশিয়া কাপকে সামনে রেখে বিকেএসপিতে অনুশীলন করছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। শ্রীলংকায় ১৯ জুলাই মাঠে গড়াচ্ছে এবারের এশিয়া কাপ। ১৬ জুলাই শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা নারী ক্রিকেটারদের। এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্বে স্বাগতিক শ্রীলংকা, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন