বিজ্ঞাপন

কিশোরী ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

July 14, 2024 | 7:11 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

রোববার (১৪ জুলাই) চট্টগ্রামের ষষ্ঠ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সিরাজুদ্দৌল্লাহ কুতুবী এ রায় দেন। দণ্ডিত সোহেল মিয়া (৩৩) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বাসিন্দা। চাকরি সূত্রে তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানার বৈরাগ ইউনিয়নে থাকতেন।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর ভিকটিম কিশোরী চট্টগ্রামের আনোয়ারা থানার মোহছেন আউলিয়া মাজারে গেলে সোহেল তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেন। এরপর গাড়িতে করে ওই কিশোরীকে প্রথমে কর্ণফুলী থানার কাফকো সেন্টারে নিয়ে যান। ওইদিন রাতেই সিইউএফএল সড়কের পাশের কেইপিজেড মাঠে নিয়ে ওই কিশোরীকে কয়েকবার ধর্ষণ করেন সোহেল। এ ঘটনায় ভিকটিম কিশোরীর বাবা কর্ণফুলী থানায় সোহেলকে একমাত্র আসামি করে ধর্ষণের মামলা করেন।

মামলার তদন্ত শেষে একই বছরের ২৯ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম সেন্টু সারাবাংলাকে জানান, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সোহেল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রায়ের সময় আসামি সোহেল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন