বিজ্ঞাপন

যে কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি কোপার ফাইনাল

July 15, 2024 | 6:40 am

স্পোর্টস ডেস্ক

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ৬টায়। তবে নির্ধারিত সময়ের আধ ঘন্টা পেরিয়ে গেলেও শুরু হয়নি আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি। স্টেডিয়ামের বাইরে দর্শকের অতিরিক্ত চাপ ও অব্যবস্থাপনার কারণেই বিলম্বিত হচ্ছে ফাইনাল।

বিজ্ঞাপন

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনালকে ঘিরে ম্যাচ শুরুর অনেক আগে থেকেই ছিল উন্মাদনা। হাজার হাজার সমর্থক টিকেট ছাড়াই হাজির হয়েছেন স্টেডিয়ামের বাইরে। নিরাপত্তা বেষ্টনী ভেঙে তারা প্রবেশ করতে চাইছেন মাঠে। আর এতে বেঁধেছে বিপত্তি।

নিরাপত্তাকর্মীরা সমর্থকদের এই অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। প্রচুর দর্শক নিরাপত্তা বেষ্টনী ভেদ করে স্টেডিয়ামের ভেতরেও ঢুকে পড়েছেন। এতে করে টিকেট পাওয়া সমর্থকরাও মাঠে ঢুকতে পারছেন না। সবকিছু মিলিয়ে চরম অব্যবস্থাপনার কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি। প্রথমে আধ ঘণ্টা পর শুরুর কথা থাকলেও এখন পর্যন্ত ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন