বিজ্ঞাপন

ভালো খেলেই সিরিজ জিততে চাই: সাকিব

June 2, 2018 | 3:55 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আফগানিস্তানের নীচে বাংলাদেশ। আফগানিস্তান যেখানে ৮ নম্বরে,সেখানে বাংলাদেশ ১০ নম্বরে। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে র‌্যাংকিংয়ে উপরে ওঠার হাতছানি দিচ্ছে সাকিব-তামিম-মুশফিকদের। তার জন্য লক্ষ্য একটাই-সিরিজ জয়। ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে র‌্যাংকিংয়ে আফগানিস্তানকে টপকে যাবে বাংলাদেশ। সুযোগটি হাতছাড়া করতে চাইবে না টিম বাংলাদেশ।

৩, ৫ ও ৭ জুন আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ভারতের দেরাদুনে তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

একমাত্র প্রস্তুতি ম্যাচে আফগানদের বিপক্ষে সাকিবরা হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। ম্যাচের আগের দিন (শনিবার, ২ জুন) সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে আসে র‌্যাংকিংয়ের কথা। সেদিকে ততটা গুরুত্ব না দিলেও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান জানান, ‘আমরা ব্যাটিং বলেন, বোলিং বলেন আর ফিল্ডিং বলেন-তিন বিভাগেই ভালো খেলতে চাই। টি-টোয়েন্টি হোক আর টেস্ট ম্যাচ হোক, আন্তর্জাতিক ক্রিকেটে সবই কঠিন ফরম্যাট। যেদিন যে ভালো খেলবে সেদিন সেই জিতবে। আমরা এই সিরিজটি ভালো খেলেই জিততে চাই-এটাই বড় কথা।’

বিজ্ঞাপন

গত শ্রীলঙ্কা সফরে নিদাহাস ট্রফিতে বেশ ভালো করেছিল বাংলাদেশ। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতের কাছে হারলেও তার আগে স্বাগতিক লঙ্কানদের উড়িয়ে দিয়েছিল দুই ম্যাচে। নিদাহাস ট্রফিতে যে পারফর্ম ছিল এবার আফগানদের বিপক্ষে সিরিজে সেই পারফর্ম দেখা যাবে বলেও জানান সাকিব, ‘আমাদের দুই-তিনজন খেলোয়াড় ম্যাচ নিয়ন্ত্রণে নিতে পারে, তারা ভালো না করলে যে ম্যাচ জেতা কঠিন হবে তাও নয়। আমাদের ১১ জনকেই ভালো খেলতে হবে। তাহলে গত সিরিজে যেভাবে ভালো করেছি, সেটাই বজায় থাকবে। ব্যাটিং-বোলিং দুই বিভাগকেই ভালো করতে হবে। শুধু পেসারদের এগিয়ে আসলেই চলবে না, স্পিনারদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ব্যাটিংয়েও তাই। সবাই বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে।’

টাইগার অধিনায়ক আরও যোগ করেন, ‘সব দিকেই আমাদের ফোকাস রাখতে হবে। আফগানিস্তান দলটা বেশ ভালো। ওদের হারাতে হলে আমাদের সেরাটাই দিতে হবে। নতুন করে কিংবা আলাদা করে সেভাবে আমাদের কাজ করতে হচ্ছে না। তবে, প্রতিনিয়ত আমাদের উন্নতি হচ্ছে। এটা ধরে রাখতে চাই।’

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবুল হাসান রাজু এবং আবু জায়েদ রাহি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন