বিজ্ঞাপন

উরুগুয়েকে পেছনে ফেলে কোপার রেকর্ড আর্জেন্টিনার দখলে

July 15, 2024 | 10:50 am

স্পোর্টস ডেস্ক

বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এটি। ১৯১৬ সাল থেকে চলে আসা কোপা আমেরিকার ৪৮ তম আসরের ফাইনাল হয়ে গেল আজ। ফাইনালে লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই জয়ে নতুন এক ইতিহাস গড়ল আর্জেন্টিনা। কোপার ইতিহাসে এটি তাদের ১৬তম শিরোপা। প্রাচীনতম এই টুর্নামেন্টের ইতিহাসে এটিই সর্বোচ্চ শিরোপা। আর্জেন্টিনা ছাড়িয়ে গেছে ১৫ শিরোপা জেতা উরুগুয়েকে।

বিজ্ঞাপন

১৯১৬ সালের আর্জেন্টিনাকে হারিয়েই প্রথম আসরে শিরোপা জিতেছিল উরুগুয়ে। এরপর আরও ১৪ বার ট্রফি উঁচিয়ে ধরেছে তারা। আর্জেন্টিনা প্রথম কোপা শিরোপার স্বাদ পায় ১৯২১ সালে, সেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়েছিল তারা। এরপর তারাও কোপা জিতেছে আরও ১৪বার। সবশেষ ২০২১ সালে আর্জেন্টিনাকে কোপা শিরোপা এনে দেন মেসি।

১৫ শিরোপা নিয়ে আর্জেন্টিনা ও উরুগুয়ে যৌথভাবে ছিল সর্বোচ্চ শিরোপার তালিকার শীর্ষে। আজ জমজমাট এক ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে উরুগুয়েকে ছাড়িয়ে গেছে আর্জেন্টিনা। নিজেদের ও টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৬ তম শিরোপা জিতল আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন