বিজ্ঞাপন

শহীদুল্লাহ হল ছাড়ছেন না আন্দোলনকারীরা, প্রক্টরের অনুরোধ উপেক্ষা

July 15, 2024 | 9:57 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: দুপুর থেকে ধাওয়া-পালটাধাওয়ার পর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে অবস্থান নেন কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের বড় একটি অংশ। প্রাধ্যক্ষ ও প্রক্টরের অনুরোধের পর রাত ৯টার দিকেও তারা হল ছেড়ে যাননি।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুলাই) রাত ৮টার পর থেকে হল প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ জাভেদ হোসেন শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ করতে থাকেন। এক পর্যায়ে সেখানে আসেন প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান।

তবে তাদের কথায় সায় দেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শহীদুল্লাহ হলের ভেতরে অবস্থান করছেন তারা।

শহীদুল্লাহ্ হলের প্রভোস্ট জাভেদ হোসেন তাদের বেরিয়ে আসার অনুরোধ করলে ‘দালাল’, ‘ভুয়া’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন তারা। এ সময় তারা বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘আমাদের হাতে সবকিছু নেই। সুযোগ থাকলে আমরা বহিরাগতদের আগেই সরিয়ে দিতাম। এখন আমরা হল প্রভোস্ট ও হাউজ টিউটরদের মাধ্যমে শিক্ষার্থীদের হলের ভেতরে প্রবেশ করিয়ে বহিরাগত যারা আছে তাদের বের করার ব্যবস্থা করব। শিক্ষার্থীদের হলে ঢোকানোর আগে বহিরাগতদের বের করাটা কঠিন হচ্ছে।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন