বিজ্ঞাপন

আফগানিস্তানে ভারী বর্ষণে ৩৫ জনের মৃত্যু

July 16, 2024 | 12:16 pm

আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব আফগানিস্তানে প্রবল বর্ষণে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) দেশটির স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কুরাইশি বদলুন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সোমবার সন্ধ্যায় জালালাবাদ এবং নানগারহারের কিছু জেলায় ঝড়বৃষ্টিতে ৩৫ জন নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, প্রবল ঝড় ও বৃষ্টির কারণে গাছ, দেয়াল ও বাড়ির ছাদ ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কথা উল্লেখ করে কুরাইশি বদলুন বলেন, আহতদের পাশাপাশি নিহতদের মরদেহ নানগাারহার আঞ্চলিক হাসপাতাল এবং ফাতিমা-তুল-জাহরা হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নানগারহার কর্তৃপক্ষ এক্সকে জানিয়েছে, ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় জালালাবাদের প্রাদেশিক রাজধানীতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল। তারা জানায়,অনেক নাগরিক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য হাসপাতালে রক্ত দিয়েছেন।

আফগানদের তাদের দেশে ফিরে আসার জন্য নির্মিত পাকিস্তানের সঙ্গে তোরখাম সীমান্তের একটি শিবির বিশেষ করে তাবু ভেসে গেছে।

এদিকে তালেবান সরকারের একজন মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমরা নিহতদের পরিবারের জন্য শোক প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন