বিজ্ঞাপন

টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

July 16, 2024 | 6:27 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব বাতিল করেছে আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুলাই) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানানো হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একই ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে বিনিয়োগ বাতিলের কোনো কারণ জানানো হয়নি।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’র ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটাসে জানানো হয়, ‘টেন মিনিট স্কুল’র জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’ নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে একই ঘোষণা দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।

জানা গেছে, চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। এ ছাড়া টেন মিনিট স্কুলের ফেসবুক গ্রুপে আক্রমণাত্মক স্ট্যাটাস দিয়েছেন গ্রুপের এক সদস্য, যে স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল হয়। সেখানে উসকানিমূলক ছবি পোস্ট করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন