বিজ্ঞাপন

ধর্ষণের দায়ে যাবজ্জীবন, আপত্তিকর ছবির জন্য আরও ৫ বছর

July 16, 2024 | 6:54 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একইসঙ্গে আপত্তিকর ছবি তুলে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুলাই) চট্টগ্রামের সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডিত মো. পারভেজ মাসুদের (৩২) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাদুরখিল আদর্শগ্রামে।

মামলার নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, ঘটনার শিকার কিশোরীর বয়স পনেরো বছর। পারভেজ তার চাচাতো বোনের স্বামী। তাদের বাড়ি পাশাপাশি।

বিজ্ঞাপন

২০১৯ সালের ৫ আগস্ট বিকেলে পারভেজ ওই কিশোরীকে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের সময় পারভেজ তার মোবাইলে কিশোরীর কিছু আপত্তিকর ছবি তুলে রাখেন। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে একই বছরের ১৫ সেপ্টেম্বর আবার ধর্ষণ করেন। কিশোরী বিষয়টি তার বড় বোনকে জানালে তিনি ২৭ সেপ্টেম্বর ভুজপুর থানায় মামলা দায়ের করেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন সারাবাংলাকে জানান, মামলা তদন্ত শেষে ভুজপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. সাব্বির হোসেন ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ১৭ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মোট নয়জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন।

রায়ে ধর্ষণের অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আপত্তিকর ছবি তুলে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ (২) ধারায় আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে সাজামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে কফিল উদ্দিন জানিয়েছেন।

সারাবাংলা/আইসি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন