বিজ্ঞাপন

রিয়ালে এসে স্বপ্নপূরণ হয়েছে: এমবাপে

July 16, 2024 | 9:12 pm

স্পোর্টস ডেস্ক

বেশ কয়েক বছর ধরেই চলছিল তার রিয়াল মাদ্রিদে আসার গুঞ্জন। আসি আসি করেও শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গিয়েছিলেন কিলিয়ান এমবাপে। অবশেষে এবারের মৌসুম শেষ হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগদানের সিদ্ধান্ত জানান এই ফ্রেঞ্চ তারকা। ইউরো শেষ হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের সমর্থকদের সামনে এমবাপেকে পরিচয় করিয়ে দিলেন দিলে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। সান্তিয়াগো বার্নাব্যুতে এসে ৮৫ হাজার দর্শকের সামনে এমবাপে বললেন, রিয়ালে এসেই তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

বিজ্ঞাপন

২৫ বছর বয়সী এমবাপেকে বরণ করে নিতে বার্নাব্যুতে এসেছিলেন ৮৫ হাজার সমর্থক, যা ছাড়িয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বরণ অনুষ্ঠানকেও! এখানেই রিয়ালের ৯ নম্বর জার্সি উপহার দেওয়া হয় এমবাপেকে। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় এমবাপে বলছেন, রিয়ালে এসেই তার স্বপ্ন পূরণ হয়েছে, ‘এখানে এসে অসম্ভব ভালো লাগছে। আমি বহু বছর ধরেই রিয়ালে খেলার স্বপ্ন দেখেছি, আজ সেটা পূরণ হয়েছে। শৈশব থেকেই স্বপ্নটা ছিল রিয়ালের জার্সি গায়ে মাঠে নামার। বিশ্বের সেরা ক্লাবের হয়ে মাঠে নামতে পেরে আমি গর্বিত বোধ করব। আমি ক্লাবের জন্য সেরাটাই দেব।’

তার উপর ভরসা রাখার জন্য পেরেজকে বিশেষ ধন্যবাদও জানিয়েছেন এমবাপে, ‘আমি ক্লাব প্রেসিডেন্ট পেরেজকে ধন্যবাদ জানাতে চাই। তিনি প্রথম দিন থেকেই আমার উপরে ভরসা রেখেছেন। অনেক কিছুই হয়তো ঘটেছে, তবুও আপনাকে ধন্যবাদ। যারা আমার রিয়ালে আসার ব্যাপারে কাজ করেছেন তাদেরও ধন্যবাদ। আমি জানি কাজটা কঠিন ছিল, কিন্তু এখন আমি রিয়াল মাদ্রিদের ফুটবলার!’

১৪ আগস্ট ইউয়েফা সুপার কাপের মাধ্যমেই শুরু হতে পারে এমবাপের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন