বিজ্ঞাপন

অনির্দিষ্টকালের জন্য ইবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

July 17, 2024 | 12:43 pm

ইবি করেসপন্ডেন্ট

ইবি: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এছাড়া শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। হলে অবস্থানরত ছাত্রদের বুধবার (১৭ জুলাই) দুপুর একটায় এবং ছাত্রীদের আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুলাই) পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২৬৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানসহ অন্য সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার দুপুর একটার মধ্যে ছাত্র হলে অবস্থানরত সব শিক্ষার্থী ও আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রী হলে অবস্থানরত সব শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে।

বিজ্ঞাপন

রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে হলগুলোতে নোটিস দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন