বিজ্ঞাপন

বাংলাদেশকেই এগিয়ে রাখলেন মুমিনুল

June 2, 2018 | 4:53 pm

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা

বিজ্ঞাপন

বাংলাদেশ দল দেরাদুনে যখন টি-টোয়েন্টি খেলছে, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন মুমিনুল হক। ব্যাট হাতে প্রিমিয়ার লিগ বা বিসিএল ঠিক ভালো যায়নি এবার। মুমিনুল তাই প্রস্তুতি নিচ্ছেন, ভালো কিছু করে দেখানোর। অভিজ্ঞতার জন্য নিজেদেরকেই এগিয়ে রাখছেন সিরিজে।

সবর্শেষ বিসিএলেই দুই ম্যাচে মাঠে নামার সু্যোগ পেয়েছিলেন মুমিনুল। কিন্তু তিন ইনিংসে করতে পেরেছেন মাত্র ২৭, সর্বোচ্চ ২১। তার আগে গাজী গ্রুপ ক্রিকেটারসের হয়েও প্রিমিয়ার লিগে ঠিক নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। এরপর অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ হয়নি সেভাবে। তবে মুমিনুল বলছেন, ব্যাটিং নিয়ে সমস্যা হলে বিকেএসপির কোচ মোহাম্মদ সালাহউদ্দিনই এখনও তাঁর ভরসা, আপনারা তো জানেন আমার কোন সমস্যা হলে আমি সালাউদ্দিন স্যারের (মোহাম্মদ সালাউদ্দিন) কাছে যাই। উনি সমাধান করে দেন। ছোটবেলা থেকে দেখছেন, ছোটখাটো সমস্যা দেখলেই বুঝতে পারেন। তো ওটার জন্য (ব্যাটিং কোচ না থাকা) আমার খুব বেশি সমস্যা হয় না।‘

কিন্তু এই যে সীমিত ওভারের ক্রিকেটে দলের বাইরে থাকতে হচ্ছে, এই ব্যাপারটা কীভাবে দেখছেন? মুমিনুল নিজের কাজটাই করে যেতে চান, ‘ওইটা আমার কাছে ওইরকম কনফিউশনের তৈরি করে না। যেকোনো ফরম্যাটে আপনি ভালো খেলবেন… আর ওই সময় ধৈর্য্য অনেক গুরুত্বপূর্ণ আমার মনে হয়। আমি ওই ধৈর্য্যের মধ্যে আছি, এটা রাখতে হবে। আমি আগেও বলেছি আমি যদি টেস্ট ভালো খেলে থাকি তাহলে আমার ওই সুযোগটা আছে।’

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজে এর আগেও গিয়েছিলেন মুমিনুল, ২০১৪ সালের ওই সফরে দুই ম্যাচে দুইটি ফিফটিও করেছিলেন। সেবারের অভিজ্ঞতা থেকে মুমিনুল বাউন্সের ওপরেই জোর দিলেন, ‘আগেও অবশ্যই খেলেছি আমি। এর আগে এ দলেও খেলেছি ওখানে। আমার মনে হয় একটু বাউন্স থাকে। তো ওটা নিয়ে আমরা অনুশীলন করছি। পেস বোলারদের বল বেশি ফেস করছি। ওখানে গিয়ে তো ১০-১২ দিন সময় পাব।’

ওয়েস্ট ইন্ডিজ অনেক দিন ধরেই টেস্টে ভুগছে, গত মাসে বাংলাদেশ তো র‍্যাঙ্কিংয়ে তাদের টপকেই গেছে। মুমিনুল নিজেদেরকেই তাই এগিয়ে রাখলেন, ‘টেস্টে আমার কাছে মনে হয় আমরা একটু এগিয়ে আছি। কারণ আমাদের পাঁচ-ছয়জন সিনিয়র আছেন অনেকদিন থেকে। অনেক ভালো পারফর্ম করছেন। ওদের তুলনায় আমরা অনেক ভালো আমার মনে হয়। ’

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন