বিজ্ঞাপন

মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি: ডিএমপি কমিশনার

June 2, 2018 | 4:58 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। মাদক ব্যবসায়ীদের যেকোনো মূল্যে বিচার করা হবে। মাদকের সব আখড়া ভেঙে দেওয়া হবে। যারা মাদক ব্যবসা করে তাদের বলতে চাই, কাউকে ছাড় দেওয়া হবে না। তবে নিরীহ লোকের ভয়ের কোনো কারণ নেই।

শনিবার (২ জুন) দুপুরে পল্টন কমিউনিটি সেন্টারে ছিন্নমূলদের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমাদের একজন পুলিশ পরিদর্শকের মেয়ে ঐশী মাদকাসক্ত হয়ে তার মা-বাবাকে ঠাণ্ডা মাথায় খুন করেছে উল্লেখ করে ডিএমপি কমিশনার মঞ্চের সামনে থাকা নারী-পুরুষদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আমরা কি এই সমাজে আরেকজন ঐশী সৃষ্টি হতে দেবো।’ তখন উপস্থিত সবাই না না বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরাও বলতে চাই বাংলাদেশ থেকে মাদকের মহামারী এই ক্যান্সার নির্মূল করব। এর শিকড়কে উপড়ে ফেলবো।

জঙ্গিদের বিরুদ্ধে যেভাবে অভিযান চালানো হয়েছিল মাদকের বিরুদ্ধে তেমনই অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘মাদক আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। যার সন্তান মাদকাসক্ত সে এই দুনিয়াতে থাকতেই বুঝতে পারে জাহান্নাম কি জিনিস। অনেক বাবা-মা আমার কাছে এসে বলেছে, আমার ছেলেকে মেরে ফেলেন, জেলে দেন।’

বিজ্ঞাপন

মাদকবিরোধী অভিযানে নাগরিকদের সহযোগিতা চেয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘আপনারা মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিন, আমাদের জানান। আমরা তাদের ধরে নিয়ে আসবো, রেড দেবো। তাদের বিচারের মুখোমুখি করব। আপনাদেরও অনুরোধ, আপনারা কেউ মাদক ব্যবসা ও সেবন করবে না।’

এসময় তিনি ডিএমপিতে বসবাসকারী নাগরিকদের আশ্বস্ত করে বলেন, ‘আমি ডিএমপিতে বসবাসকারী সবাইকে বলতে চাই, আমার পুলিশ মাদক ও জঙ্গিবিরোধী কোনো অভিযানে নিরীহ কাউকে হয়রানি করবে না। যদি হয়রানি করা হয় তবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’

পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশের কোনো সদস্যের সঙ্গে মাদকের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। মাদক ব্যবসায়ী যেই হোক, যতবড় হোক, যে পজিশনের হোক, যে দলের হোক, যে সংগঠনের হোক, হোক সে সরকারের কর্মচারী, হোক সে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তাকে কোনো ছাড় দেওয়া হবে না, ইনশাল্লাহ।’

জঙ্গি দমনে নিজ বাহিনীর প্রশংসা করে ডিএমপি কমিশনার বলেন, ‘সারা বিশ্ব জঙ্গি দমন করতে না পারলেও বাংলাদেশ সেটা পেরেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জঙ্গি দমন হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশে কোনো জঙ্গি থাকবে না, জঙ্গি উৎখাত করে দিতে হবে। আমরা সেই মুহূর্তে সারাদেশের সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে নেমেছি জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা সেটা করতে পেরেছি।’

বিজ্ঞাপন

ঈদযাত্রা নিরাপদ করতে ডিএমপি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদ করে আবার যাতে ঢাকায় ফিরতে পারেন সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান কমিশনার।

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন