বিজ্ঞাপন

চীনে ১৪তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

July 18, 2024 | 11:31 am

আন্তর্জাতিক ডেস্ক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিগংয়ে একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোরে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় বুধবার এই আগুনের ঘটনা ঘটে। সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ১৪ তলা বাণিজ্যিক ভবনটি থেকে ৭৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভবনটিতে একটি ডিপার্টমেন্টাল স্টোর, অফিস, রেস্তোরাঁ এবং একটি সিনেমা থিয়েটার রয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজে যুক্ত হয়। রাত তিনটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ার ভিডিও পোস্টে দেখা গেছে, ঘন কালো ধোঁয়ার মেঘ ভবনের নিচের স্তরের জানালা থেকে আসছে। আকাশে ওঠার সঙ্গে সঙ্গে পুরো ১৪ তলা ভবনটিকে গ্রাস করছে। বিশাল অগ্নিশিখা দৃশ্যমান ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর কাজ করছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কয়েকটি ড্রোনও ব্যবহার করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন