বিজ্ঞাপন

ছাত্রলীগ-আন্দোলনকারী—ঢাবিতে কোথাও কেউ নেই

July 18, 2024 | 2:03 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ছাত্রলীগ কিংবা আন্দোলনকারী শিক্ষার্থী—ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোথাও কেউ নেই। থমথমে ক্যাম্পাসে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই চিত্র।

বিজ্ঞাপন

ক্যাম্পাসের বড় প্রবেশপথ শাহবাগ মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। প্রবেশ করতে চাওয়া সবাইকে চেক করে ভেতরে পাঠানো হচ্ছে।

সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে রয়েছে আনসারবাহিনীর সতর্ক অবস্থান। চানখারপুল ও নীলক্ষেত এলাকায়ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে, গতকাল দুপুর তিনটার আগ পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের দখলে ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিকেল সাড়ে ৩টার দিকে প্রতীকী কফিন মিছিল নিয়ে বিক্ষোভ করতে গেলে পুলিশ বাঁধা দেয় তাদের। ৪টা থেকে প্রায় দেড়ঘণ্টা যাবৎ পুলিশের সঙ্গে  শিক্ষার্থীদের সংঘর্ষ চলমান ছিল। সন্ধ্যার পর থেকে হল ছাড়তে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাত ৯টা নাগাদ একেবারে ফাঁকা হয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন