বিজ্ঞাপন

বুধবার থেকে সারা দেশে বাস চালানোর সিদ্ধান্ত

July 23, 2024 | 11:51 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহণ মালিক সমিতি। বুধবার (২৪ জুলাই) কারফিউয়ের সময় বাদ দিয়ে বাকি সময় বাস চলবে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা আগামীকাল (বুধবার) থেকে সারাদেশে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি। কারফিউয়ের সময় বাদ দিয়ে বাকিসময় বাস চালানোর জন্য যতজন সম্ভব মালিকদের সঙ্গে কথা বলছি।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি ও পরবর্তীতে ছড়িয়ে পড়া রক্তক্ষয়ী সহিংসতা ও কারফিউ জারির কারণে বাস চলাচল বন্ধ ছিল। সহিংসতা চলাকালীন সারাদেশে অসংখ্য বাস পুড়িয়ে দেওয়া হয়।

আন্দোলন চলাকালীন সহিংসতায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি বলেও জানিয়েছেন সমিতির মহাসচিব। তবে যত দ্রুত সম্ভব সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন