বিজ্ঞাপন

সারাদেশে পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত

July 24, 2024 | 12:36 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আজ বুধবার (২৪ জুলাই) থেকে দেশব্যাপী সকল পোশাক কারখানা খুলছে।  মঙ্গলবার (২৩ জুলাই) বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি)র নেতৃত্বে বিজিএমই বোর্ড, বিকেএমইএ নেতৃবৃন্দসহ পোশাক ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার বাসভবনে এক বৈঠক করেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

বৈঠকে বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী, সাবেক সভাপতি মো. সিদ্দুকুর রহমান,  সাবেক সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিনও উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, বুধবার সকালে কারফিউয়ের সময় কারখানায় প্রবেশের জন্য চলাচলের সময় শ্রমিক, মিড লেবেল ব্যবস্থাপনা কর্মী এবং ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাদের পরিচয়পত্র কারফিউ পাস হিসেবে গ্রহণযোগ্য হবে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ও সম্পদের নিরাপত্তা রক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার কোটা সংস্কারের দাবিতে ডাকা কমপ্লিট শাটডাউন ওপরবর্তীতে ছড়িয়ে পড়া সহিংসতা এবং কারফিউয়ের মধ্যে দেশব্যাপী পোশাক কারখানা বন্ধ করা হয়।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন