বিজ্ঞাপন

নতুন করে পুরনো রূপে ফিরতে চান মারিয়ন

December 20, 2017 | 4:29 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

অবসর নেওয়ার প্রায় চার বছর পর আবারো টেনিসের কোর্টে ফিরতে যাচ্ছেন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন মারিয়ন বারতোলি। নিজেই এমনটি নিশ্চিত করেছেন মারিয়ন।

২০১৩ সালে ফ্রান্সের হয়ে উইম্বলডন জেতা ৩৩ বছর বয়সী মারিয়ন ইনজুরির কারণে টেনিস কোর্ট ছেড়েছিলেন।

সম্প্রতি এক টুইটের মধ্য দিয়ে অবসর ভেঙে ফেরার কথা জানিয়েছেন এই ফরাসি টেনিস তারকা। এছাড়া এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘হাই, বন্ধুরা। আমি তোমাদের কিছুই জানাতে চাই। এ বছরই আমি টেনিসের কোর্টে ফিরতে যাচ্ছি। প্রোফেশনাল ট্যুরে আমাকে দেখা যাবে।’

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, ‘আমি জানি চার বছর পর আবারো টেনিসের কোর্টে ফেরা আমার জন্য বেশ কঠিন হবে। আমি এই চ্যালেঞ্জ নিতে তৈরি। কোর্টে নামার আগে আমি প্রচুর পরিশ্রম করেছি। আগামী মার্চে এবং মিয়ামি ওপেনে খেলার জন্য আমি প্রস্তুত। কোর্টে ভালো কিছুর জন্য আমি আশাবাদী। বিশেষ করে প্যারিসের রোঁলাগাঁরো আর ফেড কাপে ভালো কিছু করতে চাই। প্যারিসের ইভেন্টে আমি ঘরের মাঠেই খেলবো। উইম্বলডন নিয়েও আমি দারুণ আশাবাদী।’

নতুন করে পুরনো রূপে ফিরতে বদ্ধ পরিকর মারিয়ন। গ্র্যান্ডস্ল্যামের সিঙ্গেলে ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন তিনি। ২০১১ ফ্রেঞ্চ ওপেনে সেমি ফাইনালের টিকিট পেয়েছিলেন। ২০১৩ সালে উইম্বলডনের শিরোপা জেতা এই ফরাসি টেনিস তারকা ২০১২ সালে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালেও খেলেছিলেন।

সারাবাংলা/এমআরপি/২০ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন