বিজ্ঞাপন

ঘড়ি ছাড়াই সময় বলে দেন ‘টাইম ভাই’

July 24, 2024 | 10:31 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নওগাঁ: জানেন না পড়ালেখা। এরপরও ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে সঠিক সময় বলতে পারেন নওগাঁর রাণীনগরের রাতোয়াল গ্রামের ৭৫ বছর বয়সী ইয়াছিন আলী (টাইম ভাই)। সকাল-দুপুর, বিকাল-সন্ধ্যা কিংবা রাতের যেকোনো সময় তার কাছে সময় জানতে চাইলে বলে দেন সঠিক সময়। তার বলা সময় হুবহু ঘড়ির কাঁটার সঙ্গে মিলে যায়। তাই তিনি সবার কাছে ‘টাইম ভাই’ নামে পরিচিত।

বিজ্ঞাপন

৭৫ বছর বয়সেও ইয়াছিন আলী সাইকেল চালিয়ে সবজির ব্যবসা করেন। রাস্তাঘাটে কেউ তাকে ক’টা বাজে জিজ্ঞাসা করলে ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে হুবহু সময় বলে দেন। ঘড়ি ছাড়া সময় বলতে পারায় স্থানীয়রা তাকে নিয়ে গর্বও করেন।

ইয়াছিন আলী বলেন, ‘পাকিস্তান আমলে মাত্র ১১টাকা দিয়ে সবজির ব্যবসা করার সময় থেকে তিনি ঘড়ি ব্যবহার করতেন। সে সময় তিনি হঠাৎ করে সান্তাহার রেলস্টেশনে এক সুইপারের হাতে ঘড়ি দেখে অবাক হন। এরপর ক্ষোভে নিয়ত করেন ঘড়ি আর কোনদিন ব্যবহার করবেন না। তখন থেকে চলার পথে বা যেকোনো সময় চোখ বন্ধ করে করে ঘড়ি না দেখে সময় আয়ত্ত্ব করার চেষ্টা শুরু করেন। এরই একপর্যায়ে আস্তে আস্তে তিনি ঘড়ি না দেখে হাতের দিকে তাকিয়ে সময় বলে দেওয়া শুরু করলেন। প্রথমে ঘণ্টা, এরপর মিনিট আর শেষে সেকেন্ড। প্রচার হয়ে গেল ইয়াছিন ঘড়ি না দেখে সময় বলতে পারেন।’

বিজ্ঞাপন

এভাবে ২৪/২৫ বছর ধরে ঘড়ি না দেখে সময় বলে দিয়ে আসছেন ৭৫ বছর বয়সী ইয়াছিন। তিনি আরও জানান, এখনও যেকোনো সময় কাজে রাস্তাঘাটে বের হলে লোকজন তাকে দেখে দাঁড়িয়ে যায়। এরপর জিজ্ঞাসা করেন কয়টা বাজে। তখন সময় বলে দিলে তারা ঘড়ি অথবা মোবাইলের সঙ্গে সময় দেখে মিলে গেলে খুব আনন্দ পায় তারা। সঠিক সময় বলতে পারায় তারও খুব ভালো লাগে।

স্থানীয় বাসিন্দা ছাত্তার বলেন, ছোটবেলা থেকেই দেখছি যখনই তাকে কেউ ক’টা বাজে জিজ্ঞাসা করেন, তিনি সঠিক সময় বলে দেন। অথচ তিনি কোনো লেখাপড়া জানেন না। কিন্তু তার সময় সম্পর্কে সঠিক ধারণা আছে। এইটা খুবই ভালো লাগার একটি বিষয়।

রাতোয়াল গ্রামের মালেক বলেন, ‘তার এমন সময় বলে দেওয়া একটি অস্বাভাবিক কাজ। যা কখনোই কল্পনা করা যায় না। লেখাপড়াও কিছু জানেন না, নিজের নামও লিখতে পারেন না। সাধারণ একজন মানুষ। তার এই প্রতিভা আমাদের কাছে অনেক গর্বের বিষয়।’

বিজ্ঞাপন

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন বলেন, ‘আমরা এক গ্রামের মানুষ। অনেক দিন ধরে তার এ প্রতিভা দেখা আসছি। তিনি যেকোনো সময় ঘড়ি ছাড়া হাতের দিকে তাকিয়ে সঠিক সময় বলে দিতে পারেন। এলাকাবাসী তার নাম দিয়েছেন টাইম ভাই। কারণ ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো সময় তাকে সময় জিজ্ঞাসা করলে সঠিক সময় বলে দিতে পারেন।’

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন