বিজ্ঞাপন

নচিকেতার কনসার্ট স্থগিত

July 26, 2024 | 7:17 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রায় এক মাস আগে কলকাতার প্রখ্যাত শিল্পী নচিকেতার কনসার্টের তারিখ ঠিক হয়েছিল। শুক্রবার (২৬ জুলাই) কৃষিবিদ ইনস্টিটিটিউটে তার গান গাইবার কথা ছিল। তবে কোটা আন্দোলনের কারণে দেশে চলমান অবস্থার কারণে তার কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা।

বিজ্ঞাপন

কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ায় নচিকেতাকে কনসার্ট বাতিল করতে বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরও ঢাকায় কনসার্টে অংশ নেওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন এই গায়ক। সর্বশেষ এ কনসার্ট বাতিল করেছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা।

এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা। তাতে জানানো হয়েছে, ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২’ কনসার্টটি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠিত হচ্ছে না।

নচিকেতার কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আশা করছি, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২ সেপ্টেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে যারা টিকিট কেটেছেন, তারা এই টিকিট দিয়েই কনসার্টটি উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন