বিজ্ঞাপন

হাসপাতাল থেকে নাহিদসহ ৩ সমন্বয়ককে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

July 26, 2024 | 10:34 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয়েছে।

এর আগে, বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে কোটা সংস্কার আন্দোলেন তিন সমন্বয়ককে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন স্বজনরা।

হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন, গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তিন ছাত্রকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন