বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের মুক্তি দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

July 28, 2024 | 9:08 am

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারীদের মধ্যে গ্রেফতার ও পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিদের মুক্তি দিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সমন্বয়করা। দাবি আদায় না হলে পরশু থেকে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশাপাশি রোববার (২৮ জুলাই) দেশব্যাপী গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করবে তারা।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুলাই) রাতে গুগল মিট প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্দোলন সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে একই অ্যাকাউন্ট থেকে যুক্ত ছিলেন সমন্বয়কদের তিনজন—আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ মাহিন ও রিফাত রশীদ।

সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান, আগামীকালের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ সকল শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। পাশাপাশি দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সঙ্গে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।’

বিজ্ঞাপন

দাবি আদায় না হলে আগামী ২৯ জুলাই থেকে কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তারা।

সারাবাংলা/আরআইআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন