বিজ্ঞাপন

‘প্রাণিসম্পদ অধিদফতরে ভাঙচুরের ঘটনায় সাভারে গ্রেফতার ১৪’

July 28, 2024 | 4:00 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন চলাকালে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের সাভার ও রংপুরে দু’টি অফিসে ভাঙচুর চালানো হয়। এরমধ্যে সাভারের অফিসটি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি জানান, ২টি অফিস মিলিয়ে সাড়ে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় সাভারে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিধ্বস্ত প্রাণিসম্পদ অধিদফতরের সাভার কার্যালয় ঘুরে এসে রোববার (২৮ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘আমি শুনেছি প্রাণিসম্পদ অধিদফতরের সাভার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। কিন্তু চোখে দেখে মনে হলে শুধু এই অফিসটার সঙ্গেই যেন একটা যুদ্ধ হয়েছে। এটি একটি ভয়ানক চিত্র। একটা কমোড সেটাও খুলে নিয়ে গেছে। অফিসের ফ্রিজ, এসি, টেবিল চেয়ার টিভি যা থাকে অফিসগুলোতে তার কোনও চিহ্ন পর্যন্ত নেই।’

ক্ষয়ক্ষতির প্রশ্নে তিনি বলেন, ‘শুধু সাভার অফিসটিতে ক্ষতি প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা। আর রংপুরেও ক্ষতি প্রায় কোটি টাকার ওপরে।’

বিজ্ঞাপন

সাভারের ঘটনায় মামলা হয়েছে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়ে মন্ত্রী বলেন, ‘৪ জনের কাছ থেকে লুটের মালামাল পাওয়া গেছে।’

হামলাকারীদের কোনো পরিচয় পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক পরিচয় যা ই থাকুক না কেন, তারা ছাত্র নন। তাদের বিষয়ে এখনো জানা যায়নি। তবে এটা ঠিক যারা বিটিভি, মেট্রোরেলসহ রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়েছে ভাঙচুর করেছে তাদেরই লোকজন সাভার, রংপুরে হামলা চালিয়েছে। সাভার ও রংপুর প্রাণিসম্পদ অধিদফতরের হামলা ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতি সাড়ে ৫ কোটি টাকা।’

সহিংসতার কয়েকদিনে খামারিরা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, ‘তাদের ক্ষতির বিষয়টি আমরা অবগত। বিশেষ করে ডেইরি ফার্মের দুধ বিক্রির জন্য অসুবিধা হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে খামারিরা কার্যক্রম চালাতে পারবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন