বিজ্ঞাপন

শুটিংয়ের বাছাইপর্বেই বাদ বাংলাদেশের রবিউল

July 28, 2024 | 5:12 pm

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ক্ষুদ্র অলিম্পিক দলের অন্যতম ভরসা মানা হচ্ছিল তাকেই। শুটার রবিউল ইসলাম অবশ্য প্যারিস অলিম্পিকের শুরুটা করলেন হতাশা দিয়েই। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বেই বাদ পড়েছেন বাংলাদেশের রবিউল।

বিজ্ঞাপন

দেশের শুটিংয়ে গত কয়েক বছরে নিয়মিত পারফর্ম করে অলিম্পিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন রবিউল। প্যারিসে বাংলাদেশের হয়ে ভালো কিছু করবেন, সমর্থকদের প্রত্যাশাও ছিল এমনটাই। আজ ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। সেখানে নেমেছিলেন রবিউলও। তবে সবাইকে হতাশ করে রবিউল স্কোর তুলেছেন ৬২৪.২। ৪৯ জন প্রতিযোগীর মাঝে তিনি হয়েছেন ৪৩তম। মূল পর্বে আর তাই খেলা হলো না তার। বাছাইপর্ব থেকেই তাই বিদায় নিতে হলো তাকে।

এই বিভাগের বাছাইপর্ব শেষে শীর্ষে আছেন চীনের লিহাও শেং, তার স্কোর ৬৩১.৭। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিয়ারেজের স্কোরও সমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন