বিজ্ঞাপন

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো রসুন আমদানি

July 29, 2024 | 5:53 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খুলনা: দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা সমুদ্রবন্দর দিয়ে প্রথমবারের মতো রসুন আমদানি হয়েছে। সিংগাপুরের পতাকাবাহী এমভি মার্কস ডাভাও জাহাজটি চীনের কুইংডো বন্দর থেকে ছেড়ে এসে ১৮ জুলাই মোংলা বন্দরে পৌঁছায়।

বিজ্ঞাপন

জাহাজটি থেকে ২২৯ টিইইউজ কন্টেইনার মোংলা বন্দরে খালাস করা হয়। এর মধ্যে দুইটি ৪০ ফিট কন্টেইনারে ৫৮ মেট্রিক টন রসুন আমদানি হয়। রোববার (২৮ জুলাই) মোংলা কাস্টমস হাউজ কর্তৃক কায়িক পরীক্ষা সম্পন্ন শেষে খালাসের অপেক্ষায় আছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, মোংলা বন্দর দিয়ে চলতি বছরের ১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ৫৭টি বিদেশী বাণিজ্যিক জাহাজে জুট, জুট গুডস, চিংড়ি, সাদামাছ, তৈরি পোষাক, কটন, স্লাগ ইত্যাদি রফতানি এবং মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পাম ওয়েল, ফ্ল্যাইএস, গাড়ি আমদানি হয়। এর পরিমাণ পাঁচ লাখ ৯৫ হাজার মেট্রিক টন কার্গো, এক হাজার ৪৭৪ টিইইউজ কন্টেইনার এবং এক হাজার ৩৪৯টি গাড়ি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন