বিজ্ঞাপন

‘সরকার প্রকাশিত নিহতের সংখ্যা গ্রহণযোগ্য নয়’

July 29, 2024 | 6:00 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার কর্তৃক প্রকাশিত নিহতের সংখ্যা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার কর্তৃক প্রকাশিত চলমান আন্দোলনে নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এ সংখ্যা অনেক বেশি। কিশোর ও আগে নিহতের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।’

অবিলম্বে নিহতের সঠিক তালিকা প্রকাশ, বিএনপি ও বিরোধীদলের নেতাসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, রিমান্ডে নির্যাতন বন্ধ এবং গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেইসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জামায়তের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারকে ফের ৫ দিনের রিমান্ডে নেওয়ার ঘটনাকে ‘আতঙ্কজনক’ উল্লেখ করে তাদের রিমান্ড বাতিলের আহ্বানও জানান তিনি।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বারবার মিরান্ডে নেওয়া এবং রিমান্ডে অমানবিক নির্যাতন করা সংবিধানবিরোধী। সর্বোচ্চ আদালতের এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। নিম্ন আদালতে ঢালাও রিমান্ড দেওয়া সম্পূর্ণ আইনবিরোধী।’

তিনি বলেন, ‘কোটা আন্দোলনে হতাহতদের পরিবারকে ভয়-ভীতি দেখানো হচ্ছে, সরকারের নির্দেশে মৃতদের ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে এবং অনেককে ময়নাতদন্ত ছাড়াই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রী-নেতারা বারবার বলছেন, প্রকৃত সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবতা হলো- প্রকৃত অপরাধীদের না খুঁজে বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মীদের দমনে উঠেপড়ে লেগেছে সরকার। তবে, নির্যাতন-নিপীড়ন চালিয়ে প্রকৃত সত্য আড়াল করতে পারবে না আওয়ামী সরকার। তাই সব দায় নিয়ে সরকারের উচিত পদত্যাগ করা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন