বিজ্ঞাপন

টোকাই ভাড়া করে নাশকতা চালানো হয়েছে: মেয়র রেজাউল

July 30, 2024 | 6:15 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : কোটা সংস্কারের আন্দোলনের নামে সরকারকে বিপদে ফেলতে টোকাই ভাড়া করে দেশজুড়ে নাশকতা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুলাই) নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত শোকসভায় এ মন্তব্য করেন মেয়র।

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে বর্তমান সরকারকে বিপদে ফেলতে দেশি-বিদেশি কিছু অপশক্তি মিলে টোকাই, ভাড়া করা লোক, বেকার যুবকদের দিয়ে দেশজুড়ে নাশকতা চালানো হয়েছে। পুলিশের একজন সদস্যকে মেরে লাশ ঝুলিয়ে রাখা হলো। মুরাদপুরে ছয়তলা ভবন থেকে মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্রদের নির্মমভাবে ফেলে দেয়া হলো।’

‘এটা যদি আন্দোলনই হয়, তবে সেতু ভবন, মেট্রোরেল স্টেশন, হানিফ ফ্লাইওভার, বিটিভি, পুলিশ বক্স এগুলো কি দোষ করেছে ? এগুলো কেন ধ্বংস করা হলো ? এগুলোর পেছনে আসলে ছাত্ররা ছিল না, কোমলমতি ছাত্রদের আড়ালে স্বাধীনতা বিরোধীরা এ নাশকতা চালিয়েছে।’

বিজ্ঞাপন

মেয়র আরও বলেন, ‘আমি ছিষট্টি সাল থেকে রাজনীতি করছি। রাজনৈতিক অভিজ্ঞতায় বলতে পারি, এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না। এটা ছিল রাষ্ট্রধ্বংসের আন্দোলন। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ৪১ ওয়ার্ডে কাউন্সিলরদের সভাপতি করে কমিটি করা হচ্ছে। কমিটিতে ইমাম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সদস্য করা হবে। আমরা মানুষকে সচেতনতন করব। শোককে শক্তিতে পরিণত করে নাশকতামূলক যে কোনো কার্যক্রমকে তৃণমূলেই রুখে দেব।’

চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সঞ্চালনায় সভায় কাউন্সিলর আবদুস সালাম মাসুম, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, প্রধান প্রকৌশলী শাহীন-উল ইসলাম চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন