বিজ্ঞাপন

আদালত-ক্যাম্পাস-রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা কাল

July 30, 2024 | 11:27 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: কোটা সংস্কারের পক্ষে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বুধবার (৩১ জুলাই) সারাদেশের আদালত, ক্যাম্পাস ও রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে সমন্বয়কদের একাংশ। জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচার এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে আন্দোলনের সমন্বয়কদের একজন আব্দুল হান্নান মাসউদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচার এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল (৩১ জুলাই ২০২৪) রোজ বুধবার ‘March for Justice’ কর্মসূচি পালন করা হবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা সরকারের উদ্দেশে বলতে চাই, ছাত্রসমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে ছাত্রসমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন