বিজ্ঞাপন

৬ সমন্বয়কের মুক্তি চেয়ে রিট: শুনানি হচ্ছে না আজ

July 31, 2024 | 12:52 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কথিত আটক’ ছয় সমন্বয়ককে মুক্তি দিতে এবং গুলি ছোড়া বন্ধে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হচ্ছে না আজ।

বিজ্ঞাপন

বুধবার (৩১ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি কার্যতালিকায় ছিল। কিন্তু বেঞ্চের জুনিয়র বিচারপতি অসুস্থ থাকায় দ্বৈত বেঞ্চ বসছে না। সে কারণে রিটটি আজ শুনানি হচ্ছে না।

এর আগে, আদালতে উপস্থিত হন রিট আবেদনকারী ও তাদের আইনজীবীরা। এ ছাড়া রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন উপস্থিত হন।

আদালত–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অসুস্থতার কারণে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন আজ ছুটি নিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কথিত আটক’ ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর লাইভ গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গত সোমবার রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।

গত সোমবার (২৯ জুলাই) ও মঙ্গলবার (৩০ জুলাই) রিটের ওপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চে শুনানি হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/ইআ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন