বিজ্ঞাপন

নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের বাধা

July 31, 2024 | 4:32 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নরসিংদী: কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার দায় স্বীকার করে সুষ্টু বিচারসহ ৯ দফা দাবিতে নরসিংদীতে বিক্ষোভ করেছে স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তবে পুলিশের বাধার মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে ফিরে যায় তারা।

বিজ্ঞাপন

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত পৌর শহরের উপজেলা মোড় এলাকায় এই বিক্ষোভ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে দেখা যায় নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজিবি শিরিন সুলতানাকে।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মন্দী এলাকা থেকে ৯ দফা দাবি নিয়ে বিক্ষোভকারীরা টাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গনে যেতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা উপজেলা মোড় এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে, পুলিশের বাঁধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে উপজেলা মোড়েই দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বিক্ষোভ করেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন