বিজ্ঞাপন

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

July 31, 2024 | 7:39 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসময় বিক্ষোভকারীররা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

বুধবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে জলেশ্বরীতলা এলাকায় শিক্ষার্থীরা সমবেত হয়ে আদালত এলাকায় আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে প্রবেশ সড়কের মুখে বসে বিভিন্ন স্লোগান দেন।

একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর তারা আবার জলেশ্বরীতলা- ইয়াকুবিয়া স্কুল সড়কের মাঝে অবস্থান নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দুপুর পর্যন্ত এ অবস্থা চলতে থাকে। এসময় পুলিশ, র‌্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা যায়।

পরে আইনশৃংখলা বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে বলে। এসময় তারা জলেশ্বরীতলা থেকে বিক্ষোভ করে জেলা কারাগারের মোড়ে অবস্থান নেয়। পরে সেখানে বেশ কিছু সময় অবস্থান করে বিক্ষোকারীরা কর্মসূচি শেষ করে চলে যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন