বিজ্ঞাপন

চবি’র ২ শিক্ষকের বাসার সামনে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ

July 31, 2024 | 8:51 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বাসার সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটানোর অভিযোগ পাওয়া গেছে। কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সক্রিয় এ দুই শিক্ষকের একজন উপাচার্যের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (৩১ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসার সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় তিনি এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার (৩০ জুলাই) রাত দুটার দিকে আনুমানিক ১৬-১৭ জন তরুণ ৬-৭টি মোটর সাইকেল নিয়ে মোজাম্মেল হকের বাসার সামনে যান। তারা সাত-আট মিনিট সেখানে অবস্থান করে তার নাম ধরে গালাগাল করেন। এরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যান। বাসার প্রহরী ও প্রতিবেশিরা এ ঘটনার সাক্ষী বলে এতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে দর্শন বিভাগের শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক সারাবাংলাকে বলেন, ‘আমি পুরো বিষয়টি উপাচার্য এবং প্রক্টরকে জানিয়েছি। আশা করি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তবে প্রক্টর আমাকে বললো, নেট সমস্যার কারণে সিসি ক্যামেরা ঠিকমতো কাজ করছে না। অথচ আমি খেয়াল করলাম আমার বাসার সামনের সিসি ক্যামেরাটা খুব স্বাভাবিকভাবেই চলছে।’

বিজ্ঞাপন

‘গত রাতে ঘটনার পরপরই দেখলাম পুলিশের গাড়ি সেদিক দিয়ে যাচ্ছে। পুলিশের তো দায়িত্ব ছিলো এই বন্ধ ক্যাম্পাসে বাইক নিয়ে এতরাতে ঘুরে বেড়ানো, বোমা ফোটানো এসব মানুষ কারা সেটা চিহ্নিত করা, তাদের জিজ্ঞাসাবাদ করা। আমি বিশ্ববিদ্যালয়ে ৩০ বছর আছি, কখনো এমনকিছু দেখিনি।’

এছাড়া প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানের বাসার সামনেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আতিয়ার রহমান বলেন, ‘রাত সোয়া দুটার দিকে সাত-আটটি মোটর সাইকেল নিয়ে কয়েকজন তরুণ ক্যাম্পাসে পাহাড়িকা হাউজিং সোসাইটিতে আমার বাসার সামনে এসে দরজায় আঘাত করতে থাকে। এসময় তারা আমার নাম ধরে আঞ্চলিক ভাষায় গালিগালাজ করে। পরে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।’

বিজ্ঞাপন

জানতে চাইলে চবি প্রক্টর অহিদুল আলম সারাবাংলাকে বলেন, ‘হামলার বিষয়ে মোজাম্মেল স্যার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি অনুসন্ধান করছি। পাশাপাশি পুলিশকে বলে দেওয়া হয়েছে, ক্যাম্পাসে কেউ ঘোরাফেরা করলে যেন অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হয়।’

সারাবাংলা/এমআর/এনইউ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন