বিজ্ঞাপন

এক দিনে দুই সোনা জিতে মারশার ইতিহাস

August 1, 2024 | 9:27 am

স্পোর্টস ডেস্ক

তিনদিন আগে মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে জিতেছিলেন এবারের অলিম্পিকের প্রথম সোনা। ফ্রান্সের সাঁতারু লিও মারশা এবার গড়লেন আরেকটি অনন্য রেকর্ড। একই দিনে দুটি সোনা জিতেছেন তিনি, যা নিজের ক্যারিয়ারে করতে পারেননি কিংবদন্তি ফেলপসও!

বিজ্ঞাপন

প্যারিস অলিম্পিকে ৪০০ মিটার মেডলিতে প্রথম সোনা জিতেছিলেন মারশা। গত রাতে ২০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও সোনা জিতলেন ফরাসি ফেলপস খ্যাত মারশা। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম এক দিনে সাঁতারে দুটি সোনা জিতলেন কোন অ্যাথলেট। সব মিলিয়ে এখন পর্যন্ত এবারের অলিম্পিকে মারশার সোনা ৩টি।

নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ব্রেস্টস্ট্রোকে মারশা সময় নিয়েছেন ২ মিনিট ৫.৮৫ সেকেন্ড। অস্ট্রেলিয়ার কুরক জিতেছেন রুপা, ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের কোরবু।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন