বিজ্ঞাপন

ইতিহাস গড়ে গুয়াতেমালার অলিভার সোনা জয়

August 1, 2024 | 9:44 am

স্পোর্টস ডেস্ক

দেশটির জনসংখ্যা বাংলাদেশের রাজধানীর ঢাকার চেয়েও কম! মাত্র পৌনে দুই কোটি মানুষের ছোট্ট দেশ গুয়াতেমালার ইতিহাসে ছিল না কোন অলিম্পিক সোনা। এবার প্যারিস অলিম্পিকে সোনা জিতে নতুন ইতিহাস গড়লেন শুটার আদ্রিয়ানা রুয়ানো অলিভা। ট্র্যাপ শুটিংয়ে নিজের দেশের হয়ে প্রথম সোনা জিতলেন অলিভা।

বিজ্ঞাপন

নারীদের ট্র্যাপ শুটিংয়ে অলিম্পিক রেকর্ড গড়ে ৫০ এর মাঝে ৪৫ স্কোর করেই সোনা জিতেছেন ২৯ বছর বয়সী অলিভা। একই ইভেন্টে এর আগেও দুটি রুপা জিতেছিল গুয়াতেমালা। তবে এবারই প্রথম সোনা জয়ের স্বাদ পেলেন তারা।

অথচ অলিভার শুটার হওয়ার কথাই ছিল না! ২০১১ সালে ১৬ বছর বয়সে জিমন্যাস্ট হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন তিনি। শুরু করেছিলেন অনুশীলনও। তবে মেরুদণ্ডের চোটে শেষ হয়ে যায় তার ক্যারিয়ার। এরপর চিকিৎসকের পরামর্শে শুটিং শুরু করেন তিনি। সেই শুটিংয়েই শেষ পর্যন্ত দেশের হয়ে সাফল্য পেলেন তিনি।

অলিভারের সোনা জয়ের ম্যাচে রুপা জিতেছেন ইতালির মারিয়া, ব্রোঞ্জ জয় করেছেন অস্ট্রেলিয়ার স্মিথ।

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন