বিজ্ঞাপন

অডিও রেকর্ড মন্ত্রণালয়ে, তদন্ত কমিটি গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

June 3, 2018 | 12:31 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্থানীয় কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনায় যে অডিও রেকর্ড প্রকাশ হয়েছে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘অডিও ক্লিপটি যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

রোববার (৩ জুন) রাজধানী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশরী শাখায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত ‘দেশব্যাপী মাদকবিরোধী ফেস্টুন বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কোনো হত্যা বা দুর্ঘটনা আমাদের তদন্তের বাইরে নয়। সব হত্যার বিষয়ে তদন্ত হবে। যেখানে যেটা দরকার সেটা করা হবে এবং কমিটি গঠন করা হবে। কেউ নিহত হোক এটি আমাদের কাম্য নয়।’

বিজ্ঞাপন

আমাদের উদ্দেশ্য হলো সবাইকে এই মাদকের ভয়াবহ অবস্থা থেকে সরিয়ে আনা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদকের লিস্ট বড় লম্বা। যতদিন মাদক নির্মূল না হয় ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে।’

এর আগে, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কাউন্সিলর একরামুল হককে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী আয়েশা বেগম। তিনি বলেন, ‘২৬ মে রাতে একটি গোয়েন্দা সংস্থার মেজর পরিচয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। আমার স্বামী মোবাইলে আমার মেয়ে ও আমার সাথে কথা বলেন। এ সময় তার কণ্ঠে ছিল আতঙ্কের ছাপ। এরপর আমার মোবাইলটি সারাক্ষণ খোলা ছিল এবং রেকর্ড ছিল। ওই দিন রাতে আইনশৃঙ্খলা বাহিনীর চিৎকার ও গুলির শব্দ শুনে আমি ও আমার পরিবার আঁতকে উঠি। তখন বুঝতে বাকি থাকে না, আমার স্বামীকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে।’

সারাবাংলা/এএমডি/এমও

বিজ্ঞাপন

আরও পড়ুন: আনুষ্ঠানিক অভিযোগ নেই, তবে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন