বিজ্ঞাপন

আফগানদের বিপক্ষে মাইলফলকের অপেক্ষায় সাকিব

June 3, 2018 | 12:38 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ ওপরে আছে আফগানিস্তান। ভারতের দেরাদুনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলেই আফগানদের টপকে যাবে সাকিব-তামিম-মুশফিকরা। রোববার (৩ জুন) ভারতের দেরাদুনে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

একমাত্র প্রস্তুতি ম্যাচে আফগানদের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিব-তামিমরা। তবে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে টাইগাররা।

এই ম্যাচে মাইলফলকের সামনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের সবকটি ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেটের মাইলফলকের সামনে আছেন বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। ২৯৯ ম্যাচ খেলে ব্যাট হাতে সবমিলিয়ে সাকিবের আছে ১০ হাজার ৭৪ রান এবং বল হাতে আছে ৪৯৮ উইকেট। তাই মাইলফলক ছুঁতে সাকিবের প্রয়োজন ২টি উইকেট।

বিজ্ঞাপন

এর আগে এমন কীর্তি আছে সাবেক দুই অলরাউন্ডারের। এই মাইলফলক ছুঁতে ৪২০ ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ৪৭৭ ম্যাচ খেলে একই কীর্তি গড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায় নেয়া পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

 

আফগানিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবুল হাসান রাজু এবং আবু জায়েদ রাহি।

বিজ্ঞাপন

র‌্যাবিটহোলের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি দেখুন বাংলাদেশের ম্যাচগুলো।

বাংলাদেশের খেলা দেখার জন্য নিচের ওয়েবসাইটটিতে ভিজিট করুন:

https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএন/ এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন