বিজ্ঞাপন

হামাস প্রধান হত্যায় ‘টাইম বোমা’

August 2, 2024 | 9:17 am

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। ইরানসহ মধ্যপ্রাচ্যের সাত কর্মকর্তা এবং এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। যদিও শুরুতে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছিল হানিয়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানায়, ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানের যে গেস্টহাউসে অবস্থান করছিলেন সেখানে দুই মাস আগে একটি বোমা লুকিয়ে রাখা ছিল। এরপর হানিয়া যখন মঙ্গলবার সেখানে যান তখন রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

গেস্টহাউসটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) ছিল। সেখানে চোরাই পথে বোমা নিয়ে যাওয়া হয়েছিল।

আইআরজিসির দুই কর্মকর্তা জানান, ২০২০ সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহকে রিমোট কন্ট্রোল মেশিনগান দিয়ে যেভাবে হত্যা করেছিল। ইসমাইল হানিয়াকে সেই একই উপায়ে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের পাঁচ কর্মকর্তা জানিয়েছেন, হানিয়াকে হত্যার পরপরই ইসরায়েলের গোয়েন্দারা যুক্তরাষ্ট্রকে বিষয়টি অবহিত করে। মার্কিন একাধিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদিও ইসরায়েল এখন পর্যন্ত জনসম্মুখে শিকার করেনি হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে।

মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে যান ইসমাইল হানিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিনের শপথ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর ওইদিন স্থানীয় সময় রাত ২টা নাগাদ হত্যার শিকার হন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া। এ সময় তার এক দেহরক্ষীও নিহত হন।

এদিকে হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন