বিজ্ঞাপন

সবজির দাম কমলেও ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচের

August 2, 2024 | 5:50 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কমলেও ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচের। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রায় সব সবজির দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। আর কাঁচা মরিচ কেজি প্রতি ২৪০-২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১৮০ টাকা।

বিজ্ঞাপন

শুক্রবার (২ আগস্ট) রাজধানীর আগারগাঁও, শ্যামলী ও কল্যাণপুরের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিন আগারগাঁওয়ের সবজি বিক্রেতা কামাল হোসেন সারাবাংলাকে বলেন, কাঁচা মরিচের দাম আবার বেড়েছে। গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি ৫০-৬০ টাকা বেড়েছে। মূলত বৃষ্টির কারণে কাঁচা মরিচের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

বিজ্ঞাপন

শ্যামলীর কাঁচাবাজারে কথা হয় আলেয়া বেগম নামে এক বেসরকারি চাকরিজীবীর সঙ্গে। তিনি বলেন, গত সপ্তাহে কাঁচা মরিচ কিনেছি ১৮০ টাকা কেজি দরে। আজ তা কেজি প্রতি ২৫০ টাকা হয়ে গেছে। কাঁচামরিচ রান্না-বান্নায় প্রতিদিনই লাগে। এভাবে যখন তখন দাম বাড়লে আমাদের কষ্টও বাড়তে থাকে।

বাজারে টমেটোর দাম কমে ১৫০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১৮০-২০০ টাকা। করলা কেজিপ্রতি ১০০-১১০ টাকায় গত সপ্তাহে বিক্রি হলেও আজ ৮০-৯০ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহে উস্তা কেজি প্রতি ৯০-১০০ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হয়েছে ৭০-৮০ টাকায়। গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে গোল বেগুন (কালো) ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, কাঁকরোল ৮০, শসা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দল ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৬০-৬৫ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, পটল ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, আলু ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জালি কুমড়া (প্রতি পিস) ৫০-৬০ টাকা, পাতি লাউ (মাঝারি আকারের প্রতি পিস) ৫০-৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি আঁটি লাউশাক ও পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের লেবু ২০-৩০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

শ্যামলীর সবজি বিক্রেতা আহাদ মিয়া সারাবাংলাকে বলেন, এ সপ্তাহে কাঁচামরিচ ছাড়া অন্য শাক সবজি গত সপ্তাহের মতোই আছে। শুধু কাঁচা মরিচের দাম বেড়েছে।

বাজারে দেশি পেঁয়াজ ১২০-১৩০ টাকা, রসুন ২৪০-২৫০ টাকা, আদা ৩২০-৩৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এদিন বাজারে এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের রুই মাছ ৩৫০-৪০০ টাকা কেজি, পাবদা ৪৫০-৫০০ টাকা কেজি, সিং ৪৪০-৫৫০ টাকা, গুলশা ৭৫০-৮০০ টাকা, টেংরা ৫৫-৬০০ টাকা, চিংড়ি মাঝারি ৭০০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের তেলাপিয়া, পাঙাস, সিলভার কার্প ও চাষের কই কেজিপ্রতি ২৫০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।

ফার্মের লাল ডিম ১৫০ টাকা ডজন এবং ফার্মের মুরগির সাদা ডিম ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিম হালি ৮০ টাকা এবং কোয়েল পাখির ডিম ৫০ টাকা ডজরে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির ১৯০-২০০ টাকা, সোনালিকা ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস গত সপ্তাহের মতোই কেজি প্রতি ৭৩০-৭৫০ টাকা এবং খাসি ১০০০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন