বিজ্ঞাপন

কেরালায় ভূমিধসে নিহত বেড়ে ৩১৬

August 3, 2024 | 11:27 am

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কেরালা রাজ্যের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩১৬ জনে দাড়িয়েছে। শতাধিক মানুষ আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে তিনদিন পর চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

বিজ্ঞাপন

ওয়ানাডের মেপ্পাদির পার্বত্য এলাকায় গত কয়েক দিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে। গত মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে হঠাৎ পার্বত্য এলাকায় ধস নামে। এরপর ঘণ্টার ব্যবধানে আরও পৃথক পৃথক স্থান থেকে ধসের খবর আসতে থাকে। খবর পেয়েই রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে উদ্ধারকাজে নামে বিভিন্ন বাহিনী। যোগ দেয় বিমানবাহিনীর হেলিকপ্টার। কিন্তু বিপর্যয়ের ব্যাপকতা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যহত হয়। এতে আটকে পড়া অনেক আহত মানুষ মারা যান। এছাড়া, প্রায় দুই শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

এদিকে বৃহস্পতিবার ভূমিধসে বিধ্বস্ত ওয়ানাড পরিদর্শন করেন কংগ্রেস নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন তারা। রাহুল গান্ধী সেখানে দুর্গতদের সমবেদনাও জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন