বিজ্ঞাপন

নোয়াখালীতে বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩

August 3, 2024 | 3:57 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির একটি বাসচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক সড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫) এবং তার জেঠাতো ভাই সলিমুল্লার স্ত্রী কহিনুর বেগম (৪৫)।

স্থানীয় বাসিন্দা সবুজ জানান, সকালে পার্শ্ববর্তী জেলা ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস লক্স্শীপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক সড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় পৌঁছলে সড়কের একপাশ সরু থাকায় বাসটি উল্টো পথে ঢুকে পড়ে।

ওই সময় সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় স্টার লাইন বাস। এতে সিএনজি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক জসিম, তার মা ও জেঠাতো ভাইয়ের স্ত্রী মারা যায়।

বিজ্ঞাপন

বাসের যাত্রী মোমিত জানান, বাসটি মাত্র ৯ মিনিটে দাগনভূঞা থেকে বেগমগঞ্জের দোকান ঘর এলাকায় আসে। চালক শুরু থেকেই খুব বেপরোয়া গতিতে বাস চালায়। বাসে থাকা একাধিক যাত্রী চালককে আস্তে গাড়ি চালাতে বললেও তিনি কারও কথায় কর্ণপাত করেননি।

স্থানীয়রা জানান, সিএনজিচালক জসিম তার মা ও জেঠাতো ভাইয়ের স্ত্রীসহ বাড়ি থেকে ভাত নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে তারা দুর্ঘটনার কবলে পড়ে একই পরিবারের তিনজন মারা যায়।

বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক সড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকার রাস্তা এক পাশে সরু থাকায় প্রায় গাড়ি এখানে উল্টো পথে ঢুকে রাস্তা পার হয়। এ জন্য ওই স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন কালবেলাকে বলেন, ঘটনার পরই বাসচালক পালিয়ে যায়। তবে এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।

সারাবাংলা/ইআ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন