বিজ্ঞাপন

জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

August 3, 2024 | 7:23 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

জয়পুরহাট: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শনিবার (৩ আগস্ট) সকালে শহরের নতুনহাট এলাকা থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্ট পাচুরমোড়ে ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর থেকে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক যানবাহন উল্টো পথে ফিরে গেছে।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আমাদের ভাইদের হত্যার বিচার চাই। আমাদের রাজাকার বলা হয়েছে। এমন দুঃসাহস রুখে দিয়ে আমরা তাদের দেখাতে চাই ছাত্রসমাজ জাগলে সব উল্টে যায়। এই সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় কেন এত প্রাণহানি হলো সে জন্য অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন