বিজ্ঞাপন

কারফিউ চলবে, রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল

August 3, 2024 | 10:36 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের পদত্যাগ দাবি করে শনিবারের কর্মসূচি শেষ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক রয়েছে। এ প্রেক্ষাপটে সহিংসতা এড়াতে ফের কারফিউ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

বিজ্ঞাপন

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় উদ্ভূত পরিস্থিতে করণীয় ঠিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রায় আড়াই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। তবে রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ সিদ্ধান্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের জন্য প্রযোজ্য হবে। অন্যান্য জেলার ক্ষেত্রে সেখানকার জেলা প্রশাসক সিদ্ধান্ত নেবেন।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ, তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে।’

বিজ্ঞাপন

পদত্যাগ প্রশ্নে তিনি বলেন, ‘যদি পরিস্থিতি তৈরি হয়, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, তাহলে মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত।’

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘অসহযোগ আন্দোলন আমরা নস্যাৎ করতে চাই না। জনগণ যদি আন্দোলন চায়, করতে পারবে। তবে কেউ মার দিতে চাইলে কেউ বসে থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে আত্মরক্ষার আইনগত অধিকার দেওয়া হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমি স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস। মাসটিকে শোকের মাস হিসেবে পালন করি। বঙ্গবন্ধু শাহাদৎবরণ করার পর থেকে এটা চলছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার কথা বলা হয়েছিল।

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন