বিজ্ঞাপন

সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চিকিৎসক, নার্সদের শান্তি সমাবেশ

August 4, 2024 | 9:12 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জামায়াত শিবির ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং সুপরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তি সমাবেশ আয়োজন করেছে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ।

বিজ্ঞাপন

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে ঐকমত্য পোষণ করে তাদের দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক শান্তি সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমরা একমত। আমরা আশা করি সরকার তাদের যৌক্তিক দাবি মেনে নেবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। তারা দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এটি জাতি মেনে নিতে পারে না। এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘আজকে এখান থেকে আমরা বলছি, আমরা কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সহমত। এরই মধ্যে প্রধানমন্ত্রী তাদের অনেক দাবি মেনে নিয়েছেন। বাকি যে দাবি আছে– আশা করি সেগুলোও মেনে নেবেন। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের পেছন থেকে একটি মহল সরকার পতনের চেষ্টা করছে। শিক্ষার্থীদের বলব– আপনারা তাদের ষড়যন্ত্রে পা দেবেন না।’

চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ আজিজ বলেন, ‘ছাত্র আন্দোলনের পক্ষে আমরা সবাই। এ আন্দোলন এখন ছিনতাই হয়ে গেছে। এরই মধ্যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। আশা করি তাদের সব দাবি পূরণ হবে।’

বিজ্ঞাপন

এখন আন্দোলন প্রত্যাহার করে ঘরে ফিরে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক মাহমুদ হাসান, ডা. আবু ইউসুফ ফকির। এ সময় রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন