বিজ্ঞাপন

শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে: গণপূর্তমন্ত্রী

August 4, 2024 | 7:08 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: চলমান সহিংস পরিস্থিতি দুয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ছাত্র আন্দোলন এখন আর ছাত্র আন্দোলনে নেই, সেটা স্পষ্ট। বর্তমান সহিংস পরিস্থিতি কাম্য নয়। আওয়ামী লীগ মোবিলাইজ শুরু করেছে। কালকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

রোববার (৪ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘ধারণা করেছিলাম, ছাত্র আন্দোলন ছাত্রদের মধ্যেই থাকবে। কিন্তু এখন তো পরিস্থিতি ভিন্ন।’ বর্তমান পরিস্থিতির জন্য দলের ব্যর্থতা ছিল কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিস্থিতির জন্য দলের ব্যর্থতা আছে কি না তা বলতে পারব না। তবে আমার এলাকার কথা বলতে গেলে বলব, ব্যর্থতা তো কিছু ছিলই।’

শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা হয়েছে উল্লেখ করে বলেন, ‘এটা কেমন শান্তিপূর্ণ? তারা সশস্ত্র হামলা চালাচ্ছে। আজকের দায়তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায় নিতে হবে।’ আগে যে নিহতের ঘটনা ঘটেছে সে প্রসঙ্গে বলেন, ‘সেখানে তো বলেছি, তৃতীয় পক্ষ ঢুকেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তারা এতদিন রাজনৈতিক কথা বলেনি, এখন বলছে। তাদের কোনো অথরিটি নেই।’ জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাকের উদাহরণ টেনে পূর্তমন্ত্রী বলেন, ‘তখন বঙ্গবন্ধুর ডাকে খাজনা, ট্যাক্স, অফিস করা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার শিক্ষার্থীরা যে অসহযোগ আন্দোলনের ডাক দিল তার অথরিটি কী? ট্যাক্স, খাজনা বন্ধের ঘোষণা দেওয়ার অধিকার কি তাদের আছে?

এ সময় শনিবার (৪ আগস্ট) শহিদ মিনারে কর্মসূচির বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ‘শহিদ মিনারের চারপাশেও বহু লোক বাস করে। জমায়েতে লাখো লোক হয়নি।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যে আন্দোলনে দাবি তুলেছেন সব মানা হয়েছে। তারা প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করবেন না। সব সমস্যার সমাধান কিন্তু আলোচনার টেবিলে হয়। যুদ্ধের অবসানও আলোচনার টেবিলে হয়।

উদাহরণ দিয়ে ওবায়দুল মোক্তাদির বলেন, ‘ফিলিস্তিনির সমস্যা সমাধানেও আলোচনা চলছে টেবিলে।’ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সমস্যা সমাধানে তাদেরকে আলোচনার টেবিলে আসতে হবে। আমি মনে করি, আলোচনা ছাড়া কোনো গতি নেই।’

বিজ্ঞাপন

সরকার চাপে আছে কি না? এমন প্রশ্নের জবাবে পূর্তমন্ত্রী বলেন, ‘দায়িত্ব নিয়ে কথা বলব না। তবে এমন পরিস্থিতি বহুবার এসেছে। পুরো রাজনীতিই চাপ। চাপে থেকেই কাজ করতে হয়। আজ তার এলাকায় ঝামেলা হয়েছে। আওয়ামী লীগকে সবসময় টার্গেট করা হয়েছে। অতীতেও হয়েছে। আমাদের ওপরে পাল্টা আক্রমণের নির্দেশ নেই। আমি মনে করি, সকলের জন্যই একইরকম নির্দেশ দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজনৈতিকভাবেই বিষয়টা মোকাবিলা করব। শান্তিপূর্ণ পরিবেশ পুরোপুরি নষ্ট করেছে তা বলব না। পরিস্থিতি শিগগিরই শান্ত হবে।

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন