বিজ্ঞাপন

পাওনা টাকার দাবিতে বাংলানিউজ সাংবাদিকদের মানববন্ধন

June 3, 2018 | 3:19 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: পাওনা টাকার দাবিতে বসুন্ধরা গ্রুপের অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম- এর চাকরিচ্যুত ও চাকরি ছেড়ে আসা সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

রোববার (৩ জুন) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে সম্প্রতি বাংলানিউজ থেকে চাকরিচ্যুত ও চাকরি ছেড়ে আসা পাওনা বঞ্চিত সাংবাদিকরা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।

বাংলানিউজের পাওনা বঞ্চিত সাংবাদিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘বসুন্ধরা গ্রুপ এমন প্রতিষ্ঠান নয় যে, তারা সাংবাদিকদের টাকা দিতে পারবে না। টাকা দেওয়ার মতো সামর্থ্য তাদের আছে। সুতরাং সাংবাদিকদের পাওনা টাকা অবশ্যই দিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা জানি বসুন্ধরা গ্রুপ সাংবাদিকবান্ধব একটা শিল্পগ্রুপ। সাংবাদিকদের কল্যাণে তারা অনেক কিছু করেছে। অনেক সাংবাদিককে তারা সহযোগিতা করেছে। আমাদের মনে হচ্ছে, বাংলানিউজের সাংবাদিকদের ব্যাপারে তাদেরকে কেউ মিসগাইড করছে। আমরা প্রত্যাশা করব, আগামী ৭ দিনের মধ্যে বাংলানিউজ সাংবাদিকদের সমুদয় পাওনা বুঝিয়ে দেবে বসুন্ধরা গ্রুপ। অন্যথায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা বলেন, ‘বসুন্ধরা গ্রুপ কোনো ছোট গ্রুপ নয়। সাংবাদিকদের টাকা দেওয়ার মতো আর্থিক সঙ্গতি তাদের আছে। সুতরাং অবিলম্বে বাংলানিউজের পাওনা বঞ্চিত সাংবাদিকদের সমুদয় পাওনা বুঝিয়ে দিতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’

সাংবাদিক আমান উদ দৌলা আমান বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই বসুন্ধরা গ্রুপ সাংবাদিকদের পাওয়া নিয়ে কোনো ছিনিমিনি খেলবে না। যথা সময়, যথা নিয়মে তাদের পাওয়া বুঝিয়ে দেবে। অন্যথায় পাওয়া বঞ্চিত সাংবাদিকরা যখন যে কর্মসূচি দেবে, তার সঙ্গে সমগ্র সাংবাদিক সমাজ একাত্মতা ঘোষণা করবে।’

বিজ্ঞাপন

ঢাকা সাংবাদিক সমিতি বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মফিজুর রহমান বাবু বলেন, ‘বসুন্ধরা গ্রুপ যদি মিডিয়া হাউস চালাতে না পারে, তাহলে সাংবাদিকদের পাওনাদি বুঝিয়ে দিয়ে বন্ধ করে দিক। একদিকে তারা মিডিয়া হাউস চালাবে, অন্যদিকে সাংবাদিকদের বেতন-ভাতা দেবে না, তা হবে না।’

তিনি বলেন, ‘তাদের মিডিয়া হাউস যদি ঠিক মতো চলে, তাহলে এই ২০/৩০ জন সাংবাদিকের পাওনা বুঝিয়ে দিতে সমস্যা কোথায়? অনতিবিলম্বে সমুদয় পাওনা বুঝিয়ে না দিলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

পাওনা বঞ্চিত সাংবাদিকদের এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলানিউজের সাবেক চিফ অব করেসপন্ডেন্ট আহমেদ রাজু। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলানিউজের সাবেক সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট মান্নান মারুফ।

সারাবাংলা/এজেড/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন