বিজ্ঞাপন

জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে কোনো কাজই অসম্ভব না: রিজওয়ানা হাসান

August 8, 2024 | 10:42 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা কাজটা শুরু করতে পারি। কাজটা যদি সততার সঙ্গে, জনগণের সঙ্গে সম্পর্ক রেখে করা যায়, সেই কাজটা করা অসম্ভব না।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গভবনে শপথ পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এ সব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বিশ্বের অনেক দেশ গণতান্ত্রিক হয়েছে। বিশ্বের অনেক দেশ তো জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে। বিশ্বের অনেক দেশ মানবাধিকারকে সমুন্নত রেখেছে। আমার দেশে কেন পারা যাবে না? নিশ্চয় পারা যাবে। এখানে আমরা যারা শপথ নিলাম আমরা অনেকে অনেককে চিনি না। কাজেই এখানে সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তবে আমরা কাজটা শুরু করা হবে সৎ উদ্দেশ্যে অন্তত আমার পক্ষে, সবার পক্ষ থেকে নিশ্চয় তাই হবে। তারপর দেখা যাক না, আমরা কোন দিকে যাই।’

তিনি বলেন, ‘একটা দেশের জনসংখ্যার যখন ৫০ ভাগ তরুণ হয় এবং তারা নিজেদের প্রাসঙ্গিক প্রমাণ করেছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, সৈয়দা রিজওয়ানা হাসান একজন বাংলাদেশি আইনজীবী ও পরিবেশকর্মী। তিনি পরিবেশ নিয়ে কাজ করা এনজিও বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আন্তর্জাতিকভাবে ফ্রেন্ডস অব আর্থ ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য; এনভায়রনমেন্টাল ল’ এলায়েন্স ওয়ার্ল্ডওয়াইড এবং এনভায়রনমেন্টাল ল’ কমিশন অব দ্য আইইউসিএনের সদস্য।

তিনি তার কাজের স্বীকৃতিসরূপ বেশকিছু খেতাব ও পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য— গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, হিরোজ অব এনভায়রনমেন্ট। এ ছাড়া তিনি ২০১২ সালে রামোন ম্যাগসেসে পুরস্কার পান। ২০২২ সালে তিনি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পান।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন