বিজ্ঞাপন

সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার উপদেষ্টা নাহিদ-আসিফের

August 9, 2024 | 7:24 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট থাকার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

বিজ্ঞাপন

অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নই এই সরকারের মূল উদ্দেশ্য জানিয়ে ফেসবুকে তিনি লেখেন, ‘শহিদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি তা পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ সচেষ্ট থাকব। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নই অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণের মূল উদ্দেশ্য।’

অন্য এক পোস্টে ব্যক্তিগত লাভের আশায় তদবির করা থেকে বিরত থেকে দেশগঠনে পরামর্শ দিতে আহ্বান করেছেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, ’ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশগঠনে পরামর্শ থাকলে জানাবেন।’

বিজ্ঞাপন

শপথ গ্রহণ শেষে এক ফেসবুক পোস্টে ধন্যবাদ জানান নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, ‘অভ্যুত্থানের শহিদদের স্মরণ করছি ও আহতদের প্রতি সমবেদনা। সারাদেশের সব সমন্বয়কের প্রতি আন্তরিক ভালবাসা ও কৃতজ্ঞতা। সকলের আত্মত্যাগের ফলেই আমরা একটি নতুন বাংলাদেশের সূচনা করতে পারছি।’

গত কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কৈফিয়ত দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে নাহিদ বলেন, ‘প্রথমেই সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি- গত কয়েকদিন ধরে আমি নিরাপত্তাজনিত কারণে ও শারিরীক অসুস্থতার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশ একটা অস্থির সময় পার করছে। লুটপাট, সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নসহ জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এখনও ফ্যাসিস্ট রেজিম সমূলে উৎপাটন করা হয়নি। জাতীয় স্বার্থে ও গণঅভ্যুত্থান রক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে সরকার গঠন করাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম।’

রাস্তায় শৃঙ্খলা বিধানের কাজে থাকা শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা এখনো রাস্তায় থেকে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে। তাদেরকে সাধুবাদ জানাই। আশাকরি খুব দ্রুতই আইন শৃঙ্খলার পরিবেশ ও জনজীবনে নিরাপত্তা ফিরে আসবে।’

অনেক দূর যেতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আনন্দ উদযাপনের সময় এখনও আসেনি। শহিদের রক্ত ও লক্ষ মানুষের আত্মত্যাগের ফলে এই অর্জন। এখনও অনেক দূর যাওয়া বাকি। বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। তরুণ প্রজন্মের এই জেগে ওঠাকে আমাদের অব্যাহত রাখতে হবে।’

কোটা সংস্কারের প্ল্যাটফর্মে গড়ে উঠা ছাত্রসংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ শেষ পর্যন্ত দায়িত্ব নিয়েছে রাষ্ট্রসংস্কারের। এখন থেকে একই সঙ্গে সরকার ও রাজপথে নিজেদের উপস্থিতি থাকবে জানিয়ে নাহিদ বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন সরকার ও রাজপথে উভয় জায়গায় উপস্থিতি রাখবে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সরকারকে স্বাগত জানাই। সবাইকে পাশে থাকার আহ্বান জানাই।’

বিজ্ঞাপন

ফেইসবুকে দেওয়া ওই পোস্টে জনগণের দেওয়া সব ধরনের আলোচনা, সমালোচনা ও পরামর্শ তাদের পাথেয় হয়ে থাকবে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন নাহিদ।

সারাবাংলা/আরআইআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন