বিজ্ঞাপন

অন্য উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে কাজ করবেন ছাত্র প্রতিনিধিরা

August 9, 2024 | 7:36 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্যানেলে দুজন ছাত্র প্রতিনিধি থাকার পাশাপাশি অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে ছাত্র প্রতিনিধিরা কাজ করবেন। তবে কোন প্রক্রিয়ায় তারা এ কাজ করবেন তা নিয়ে এখনও আলোচনা চলছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য নিযুক্ত উপদেষ্টা নাহিদ ইসলাম।

এর আগে, সকাল সাড়ে এগারোটা থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্য ১৩ জন উপদেষ্টা বৈঠক করেন। বিকেল সাড়ে চারটার দিকে উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং নাহিদ ইসলাম বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রেজওয়ানা হাসান বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা নাহিদ ইসলাম যিনি বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে শপথ নেন।

‘এত অল্প বয়সে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। যে প্রশাসন চালাতে হবে সেটি সবাই জানে কেমন এমন একটি প্রশাসন চালাতে বয়স কোনো বাধা হয়ে উঠবে কিনা’- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের যে একটি অগণতান্ত্রিক ও স্বৈচারচারী ব্যবস্থা ছিল এতগুলো বছর ধরে তা আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোও মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। ছাত্রদের নেতৃত্বেই এ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছে। ছাত্রদের ওপর আস্থা রেখে জনগণ রাস্তায় নেমে এসেছে। ছাত্ররা যখন সরকারে এসেছে এবং রাষ্ট্রের সংস্কারের জন্য কথা বলছে আমরা মনে করি জনগণও সেই জায়গা থেকে আমাদের ওপর আস্থা রাখবেন।’

বিজ্ঞাপন

এ ছাড়া আমরা অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদের মনোনীত করেছি আমাদের উপদেষ্টা প্যানেলে। একইসঙ্গে আমরা মনে করেছি পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ এবং তদারকির জন্য এবং ছাত্রদের ভয়েস থাকা প্রয়োজন তাই উপদেষ্টা প্যানেলে ছাত্রদের প্রতিনিধি রয়েছি। পাশাপাশি আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে সামনের দিনে থাকবেন।

সামনে নানারকম চ্যালেঞ্জ আসবে আবার ছাত্র সমন্বয় পরিষদে কোনো বিভেদ এলে সেটি মোকাবিলার বিষয়ে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি গণবিক্ষোভে নেতৃত্ব দিয়েছি। এখন আমাদের সময় বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা। আমরা মনে করি, ছাত্ররা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশে যখন সিস্টেম ভেঙে পড়েছে সেটিকে গড়ে তোলা সম্ভব যদি প্রশাসনের সঙ্গে ছাত্র-জনতা একসঙ্গে কাজ করে। তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারব।’

মন্ত্রণালয়গুলোতে ছাত্রদের সম্পৃক্ততা থাকা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। তাছাড়া আগেও সিদ্ধান্ত ছিল সহকারী উপদেষ্টা বা এমন কোনো পদায়ন করে মন্ত্রণালয়ে ছাত্রদের তদারকি ও বক্তব্য রাখার সুযোগ যেন থাকে সেই ব্যবস্থাটা থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন